নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির অপবাদ দিয়ে বিউটি আক্তার (১১) নামে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে লাঠিপেটা করে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বলাইখা এলাকায় ঘটনাটি ঘটে।
নির্যাতনের শিকার বিউটি আক্তার রাজধানীর বাড্ডা এলাকার শাহাবুদ্দিনের মেয়ে। সে ওই এলাকার রওশন আরা উচ্চ বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
স্কুলছাত্রী বিউটি আক্তার জানায়, উপজেলার বলাইখা এলাকার নানা লাক মিয়ার বাড়িতে বেড়াতে আসে বিউটি আক্তার। দুপুর ২টার দিকে সেখানে রফিজ উদ্দিনের মুদি দোকান থেকে ১২ টাকা দিয়ে একটি ডিম ও চকলেট ক্রয় করে। পরে দোকানদার রফিজ উদ্দিন দাবি করে টাকা না দিয়েই বিউটি আক্তার ডিম ও চকলেট নিয়ে চলে যাচ্ছে। এক পর্যায়ে স্কুল ছাত্রীকে চুরির অপবাদ দিয়ে ঘরে আটক করে। এসময় পাষণ্ড রফিজ উদ্দিন বিউটি আক্তারকে লাঠিপেটা করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। লাঠির আঘাতে তার একটি হাত ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন বিউটি আক্তারকে উদ্ধার করে স্থানীয় আল-রাফি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। স্কুল ছাত্রীর পরিবার থেকে অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব