গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রামপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে এক তরুণী নিহত হয়েছেন, আহত হয়েছেন তার বড়ভাই।
নিহত রহিমা বেগম (২২) ওই গ্রামের মেনাজ উদ্দিনের মেয়ে। আহত জাহিদুল ইসলাম আকন্দকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বলেন, রামপুর গ্রামের ১০ শতক জায়গা নিয়ে খুশি ও সবুজ মিয়ার সঙ্গে জাহিদুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে ওই জমিতে খুশি ও সবুজ মিয়ার লোকজন ঘর নির্মাণ করতে গেলে জাহিদুল ও রহিমাসহ তাদের পরিবারের লোকজন বাধা দেয়। এ নিয়ে দু'পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে সবুজ মিয়ার লোকজন জাহিদুল ও রহিমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হন। আহতাবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুরে রহিমার মৃত্যু হয়।
পরে সেখান থেকে জাহিদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় রহিমার বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার পর থেকে খুশি ও সবুজ মিয়া পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ