মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া মসজিদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে আজ শুক্রবার সকালে ট্রাকের চাপায় আব্দুর শুকুর (৬৫) নামে এ ব্যক্তি নিহত হয়েছেন। মুদি দোকানি শুকুর পারনান্দুয়ালী পূর্ব ব্যাপারী পাড়ার মৃত আব্দুল আজিজুর রহমানের ছেলে।
সদর থানার ডিউটি অফিসার এ এস আই টিটু জানান, পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া এলাকা দিয়ে হাইওয়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক শুকুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ