'২০১৩-১৪ এবং '১৫ সালে মানুষ পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে। বহু সম্পদ পুড়িয়ে দিয়েছে, বহুলোক পঙ্গু হয়ে গেছে, জনগণ তাদেরকে মন থেকে বিতারিত করেছে। সুতারং জনগণের কাছে বিএনপির কোনো আস্থা নেই' বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। মাদারীপুর চরমুগরিয়া মহাবিদ্যালয়ে আজ বেলা ১২টার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
নৌমন্ত্রী শাজাহান খান বলেন, 'মেয়াদ শেষ হলে নির্বাচন হবে এটাইতো সংবিধান। সেক্ষেত্রে তারা যদি মনে করেন ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শেখ হাসিনা ইউনিয়নের নির্বাচন দিয়েছে এটা ভিত্তিহীন। এই পরিস্থিতিতে আমি মনে করি জনগণের কাছে তাদের কোনো আস্থা নেই। জনগণ তাদের কাছ থেকে দূরে সরে গেছে। জনগণ তাদের কাছ থেকে মুখ সরিয়ে নিয়েছে। এই কারণে তাদের একটা অবস্থা সৃষ্টির জন্য তারা নানারকম পরিস্থিতি সৃষ্টি করছে।'
চরমুগরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হান্নান মোল্লার সভাপতিতে প্রতিষ্ঠানটির ৩৬তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা ও মশাল প্রজ্জলনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন শাজাহান খান। এরপর স্কাউটবৃন্দের কুচকাওয়াজ ও শপথ বাক্য পাঠ, ছাত্রীবৃন্দের নৃত পরিবেশন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সরোয়ার হোসেন, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ। সর্বশেষ খেলাধুলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতারণ করেন।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ