গোপালগঞ্জে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কবির সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার নকরিরচর গ্রামে সরদার ও মল্লিক বংশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনা পর পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে।
এলাকাবাসী জানিয়েছেন, ওই দুই বংশের মধ্যে আধিপত্য বিস্তার ও চরের জমির মালিকানা নিয়ে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিলো। সকালে খাজা মল্লিক একটি বিরোধপূর্ণ জমিতে বালু উত্তোলন করতে যান। এসময় আল আমিন সরদার তাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে কবির সরদারসহ ছয়জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কবির সরদারকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ