চট্টগ্রাম জেলার সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের পুকুরে ডুবে মো. আমির হামজা (৫) ও মো. জিহাদ (৬) নামের দুটি শিশু নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে মধ্য পূর্ব বাউরিয়ার ইদ্রিস সেরাং জামে মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু চাচাত ভাই। তারা যথাক্রমে মো. পান্না ও মো. নিজাম উদ্দিনের ছেলে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন