কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় র্যাবের অভিযানে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ সিরাজুল ইসলাম (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার র্যাব-১১ এর কুমিল্লা সিপিসি-২ এর একটি অপারেশন দল জেলার সদর দক্ষিণ উপজেলা নোয়াগ্রামে এ অভিযান চালায়।
গ্রেফতারকৃত মো. সিরাজুল ইসলাম সদর দক্ষিণ মডেল থানার নোয়াগ্রামের সিদ্দিক চৌধুরীর ছেলে।
র্যাব-১১ এর কুমিল্লা সিপিসি-২ অধিনায়ক মেজর খোরশিদ আলম জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের এএসপি মংনেথোয়াই মারমার নেতৃত্বে একটি অপারেশন দল সদর দক্ষিণ মডেল থানার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আদর্শ মৎস্য হ্যাচারিতে অভিযান চালায়। এ সময় ওই হ্যাচারির অফিস কক্ষ থেকে ১ হাজার ৫৭৫ বোতল ফেন্সিডিল ও ১৪ বোতল ভদকাসহ মাদক ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৯১ হাজার টাকা।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন