রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার গোদাগাড়ীর অভয় কামারপাড়া ও হরিশংকরপুরে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মাসুদ রানা ও গোদাগাড়ী উপজেলার শেখেরপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোহাম্মাদ মাসুদ (৩৫)।
এছাড়া নিহত মাসুদ রানার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামের বিদ্যুতের ছেলে বিপুল চন্দ্র গুরুতর আহত হয়েছেন।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি এস এম আবু ফরহাদ।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন