মেহেরপুরের গাংনী উপজেলার ব্রাহ্মণদী নিশিপুর গ্রামের স্থানীয় যুবলীগ নেতা শুকুর আলীর (৫০) মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। তিনি নিশিপুর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক বলে জানা গেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শুকুর আলীর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ