হঠাৎ বৃষ্টিপাতের ফলে দিনাজপুরের বীরগঞ্জে ইট-ভাটাগুলোতে কাঁচা ইটের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ভাটা মালিকরা বলছেন, কাঁচা ইট নষ্ট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে ইট উৎপাদন। এতে তাদের প্রায় ৫০লক্ষ কাঁচা ইট নষ্ট হয়ে গেছে।
বীরগঞ্জ ইট ভাটা মালিক সমিতি সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলায় ১৬টি ইটভাটা রয়েছে। হঠাৎ করে বৃহস্পতিবার রাতে শুরু হয় ঝড় বৃষ্টি। চলমান বৃষ্টিপাতের ফলে প্রতিটি ইটভাটার গড়ে ১ থেকে ৮ লাখ পর্যন্ত কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। মাঠে শুকাতে দেওয়া ওইসব ইটগুলো নষ্ট হয়ে যাওয়ায় পুনরায় নষ্ট ইটগুলোকে তুলে মাঠ পরিস্কার করে আবার ইট তৈরী করতে হবে। এতে খরচ বাড়বে।
এদিকে ইট তৈরীর শ্রমিকরা জানালেন, বৃষ্টিপাতের ফলে আমাদের কাজ বন্ধ রয়েছে। কয়দিন বন্ধ থাকবে তাও জানা নেই। আকাশ এখন মেঘলা, যে কোন সময় আবারো বৃষ্টি নামতে পারে। এতে করে যে কয়দিন কাজ বন্ধ থাকবে সে দিনগুলোতে কোন বেতন পাবনা।
বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপাতি মোঃ ইয়াকুব আলী বাবুল সাংবাদিকদের জানান, এবারে ইটভাটা ব্যবসায়ীদের জন্য আবহাওয়া বৈরী। বেশির ভাগ এই এলাকায় বৈশাখ মাসে ঝড় বৃষ্টি শুরু হয়। তবে আগেই এ বৃষ্টির বিষয়ে বেশির ভাগ ব্যবসায়ী প্রস্তুতি ছিল না। তাই ব্যাপক কাচা ইট নষ্ট হয়ে গেছে। অনেক ইট ভাটা বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ ইটভাটাগুলোকে নতুন করে উৎপাদনে যেতে লাগবে আরও এক সপ্তাহের অধিক সময়। ফলে ওই সময়টিতে যে পরিমাণ ইট উৎপাদিত হতো সেটিও এখন লোকসানের খাতায় যোগ করতে হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন