বোরো ধান কাটার মৌসুমে দিনাজপুরে শ্রমিক সংকটের মুখে একমাত্র ভরসা হয়ে দাড়িয়েছে ডাঃ আনোয়ারের তৈরী 'কম্বাইন্ড হার্ভেস্টর মেশিন'।
ধান কাটা ও মাড়াইতে খরচ ও সময় কম লাগায় এখন ফুলবাড়ী উপজেলার কৃষকদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে এই মেশিন।
জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিন বাসুদেবপুরের পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন ২০১৪ সালে এ মেশিন তৈরীর জন্য পুরস্কার পেয়েছিলেন।
ফুলবাড়ীর বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, কৃষকরা বোরো ধান কাটা ও মাড়াই করতে শুরু করেছে। ঝড় বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের ভয়ে সবাই এখন ব্যস্ত রয়েছে এ কাজে। আর তাই এ উপজেলায় দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট।
এক একর জমির ধান কাটা ও মাড়াই করতে মজুরী হিসেবে খরচ হয় ১০ হাজার টাকা। তাও সময় মত মিলছেনা দিনমজুর। তাই বিকল্প হিসেবে এখন ডাঃ আনোয়ার এর তৈরী কম্বাইন্ড হার্ভেস্টর মেশিনই কৃষকের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করতে প্রয়োজন মাত্র ৫ হাজার টাকা। যেখানে শ্রমিক দিয়ে এক একর জমির ধান কাটা ও মাড়াই করতে সময় লাগে সারাদিন। সেখানে কম্বাইন্ড হার্ভেস্টর মেশিন দিয়ে একদিনেই প্রায় ৫ একর জমির ধান কাটা ও মাড়াই করতে সক্ষম হচ্ছে কৃষকরা।
ফুলবাড়ীর দক্ষিন বাসুদেবপুরের কৃষক জাকির হায়দার বলেন, এক একর জমিতে ধান কাটা ও মাড়াই করতে শ্রমিকের খরচ ১০ হাজার টাকা, তাও শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেখানে হার্ভেস্টর মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করতে খরচ হচ্ছে মাত্র ৫ হাজার টাকা। একই কথা বলেন ঐ এলাকার কৃষক জিয়াউল হক, আব্দুস ছাত্তার ও মোর্শেদুল ইসলাম।
হার্ভেস্টর মেশিন আবিস্কারক ডাঃ আনোয়ার বলেন, কম্বাইন্ড হার্ভেস্টর মেশিন দিয়ে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করে কৃষকের বাড়ীতে বহন করা যায়। তাই স্বল্প সময়ে কম খরচে কৃষক তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারে। এ কারণে এই মেশিনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো বলেন, একটি মেশিনের উৎপাদন খরচ ১০ লাখ টাকা। তার কাছে এখন মাত্র ৩টি মেশিন আছে। কিন্তু উপজেলায় প্রায় শতাধিক মেশিনের চাহিদা রয়েছে। কিন্তু অর্থের অভাবে তা তৈরী করতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ এ মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই পরিদর্শন করে বলেন, বর্তমানে সব সেক্টরগুলো যন্ত্রের আওতায় আনা হচ্ছে। এখন হাত দিয়ে কাজ করার সময় শেষ, তাই আগামী দিনে কৃষিক্ষেত্রও ডিজিটাল হয়ে যাচ্ছে। এই কৃষিক্ষেত্রে ডিজিটাল করণের অগ্রযাত্রায় ডাঃ আনোয়ারের তৈরি কম্বাইন্ড হার্ভেস্টর মেশিন একটি মাইল ফলক ভুমিকা রাখছে।
বিডি-প্রতিদিন/০৫ মে, ২০১৬/ হিমেল-০৩