বরিশাল সদর উপজেলার কালাবদর ও লাহারহাট নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাঁটকা এবং দুই হাজার মিটার কারেন্ট জালসহ ৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
শনিবার বিকেলে আটক জেলেদের সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন খানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
বিচারক আটক জেলেদের মধ্যে ভোলার দৌলতখানের মো. মাইনুদ্দিনকে ১৫ মাসের কারাদণ্ড এবং একই জেলার ভেদুরিয়া এলাকার মো. জীলন, বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার হারুন অর রশিদ এবং একই এলাকার অহীদ হাওলাদারকে অর্থদণ্ড দেন।
বরিশাল নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোতালেব জানান, নৌ-পুলিশ ও মৎস্য অধিদফতর যৌথভাবে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলার কালাবদর ও লাহারহাট নদী থেকে ১৫ মণ জাঁটকা এবং দুই হাজার মিটার কারেন্ট জালসহ ৪ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারা ও অর্থদণ্ড দেন।
জব্দ করা জাঁটকা বিভিন্ন এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৭