দুই শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উপলক্ষে গঙ্গা স্নান ঊষালগ্নে। সোমবার ঊষালগ্নে সাগরে ভক্তবৃন্দের পূজার্চনা ও স্নানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে তিন দিন ব্যাপী হিন্দু সম্পদায়ের মেলা ও রাস উৎসবের। ভক্তদের জাগতিক পাপ ও রোগ মুক্তির আশায় সমুদ্র স্নান ও পূজার্চনা আর দর্শনে কুয়াকাটায় শিশু-নারী-পুরুষের লক্ষাধীক ভক্তবৃন্দের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
এ অনুষ্ঠানকে ঘিরে রাস মেলা ও পূজা উদযাপন কমিটি, জেলা প্রসাশন, পুলিশ প্রশাসন ও পৌর সভার উদ্যোগে কুয়াকাটায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও জেলার কলাপাড়া ও গলাচিপাসহ বিভিন্ন স্থানে পালন করা হয় রাস উৎসব।
রাস মেলা উদযাপন কমিটির সভাপতি কাজল বরণ দাস জানান, রাস পূর্নিমা উৎসব ও মেলাকে ঘিরে প্রস্তুত কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম। মন্দিরে প্রতিস্থাপন করা হয়েছে ১৭ জোড়া রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা। শনিবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৬ প্রহর ব্যাপী ৬টি দলের পদাবলী ও নাম কীর্ত্তন।
তিনদিন ব্যাপী রাস মেলা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে তাদের পসরা সাজিয়ে প্রস্তুত রয়েছে ভক্তদের জন্য। এবার রাস উৎসবে লক্ষাধিক পূন্যার্থী ও পর্যটকদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। রাস উৎসবকে ঘিরে কুয়াকাটা সৈকতকে নববধূর রুপে সাজানো হয়েছে। হোটেল-মোটেল, রেষ্টহাউস, ডাক বাংলোগুলো প্রস্তুত রয়েছে। পর্যটকদের বিনোদনের জন্য কুয়াকাটার মনোমুগ্ধকর পর্যটন স্পট নারিকেল ও ঝাউ বাগান, রাখাইন পল্লী, কেরানীপাড়া বৌদ্ধ বিহার রাখাইন কালচারাল একাডেমী, রাখাইন মার্কেট এলাকা অপরুপ সাজে সাজানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৬/হিমেল-০৩