বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে আজ সকাল আটটার দিকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় দৌলতপুর বিওপির বিজিবি সদস্যরা নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটকৃতদের মধ্যে সাত জন পুরুষ ও দুই জন নারী রয়েছেন।
২১ বিজিবির দৌলতপুর বিওপির কমান্ডার জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী ও পুরুষ মিলে নয় জনকে আটক করা হয়। আটকৃতদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার