বগুড়ার ধুনটের গোসাইবাড়ির বাকশাপাড়া এলাকায় আজ সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস উল্টে আমেনা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে শজিমেক, ধুনট ও শেরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার