প্রতিবন্ধি জীবন জয় করেও জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক জাহিদুল ইসলাম জুয়েল। পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তিনি। বিত্তবানদের একটু সহানুভুতিই জুয়েলের স্বাভাবিক জীবনকে ফিরিয়ে দিতে।
জুয়েলের ডান চোখের কর্নিয়া নষ্ট। সেই সাথে বাম পা অকেজো। বাবা শাহজাহান মোল্লা দীর্ঘ দিন ধরে মানুষিক ভারসম্যহীন হয়ে রয়েছেন। পিতার আদর যত্ন থেকেও বঞ্চিত হয়ে যখনই পরিবারের হাল ধরার চেষ্টা চালিয়েছেন তখনই বাধা হয়ে দাড়িয়েছে তার সমস্যা।
আগামীকাল সোমবার ঢাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে তার চোখে অস্ত্রোপচার করে কর্নিয়া বদল করা হবে। এজন্য প্রায় অর্ধলক্ষাধিক টাকার প্রয়োজন। ডাঃ এম এ মুঈদ এর চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিভিন্নভাবে জুয়েল কিছু অর্থ যোগাড় করলেও এখনও প্রয়োজন ৩৫ হাজার টাকা।
জুয়েল জানান, ২০১১ সালে জিয়ানগর ডিগ্রী কলেজ থেকে কৃতিত্বের সাথে বিএসএস পাশ করেন তিনি। এক সময় জুয়েল টিউশনি করিয়ে নিজের পড়ালেখার খরচ মিটিয়েছেন। পাশাপাশি পরিবারকেও দেখতে হচ্ছে সেই কিশোর বয়স থেকেই। বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিবন্ধী কোটায় চাকুরির জন্য আবেদন করেছেন জুয়েল। কিন্তু তার কপালে সরকারি চাকরি এখন পর্যন্ত জোটে নাই।
চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে হাত বাড়িয়েছেন জুয়েল। একটু সাহায্য, সহযোগিতা পেলে জুয়েল ফিরে পাবে তার দুটি চোখের আলো। জুয়েলের জন্য সাহায্য পাঠানো যাবে ০১৭১২৩৩৪৪৯৬ (বিকাশ পার্সোনাল) নাম্বারে। এছাড়াও ০১৭১২৩৩৪৪৯৬ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৬/হিমেল-১৬/আকতারুজ্জামান