রাজশাহীর চারঘাট উপজেলায় ১০ ডাকাতকে আটক করেছে পুলিশ। আজ ভোর ৪টার দিকে বাঘা-চারঘাট সংযোগ সড়কে উপজেলার হলিদাগাছী রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মহিষ ও ডাকাতি করার কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলো, নীলফামারী সদর উপজেলার নগরবন্দর গ্রামের সাইদুল ইসলাম ওরফে মুন্না (২১), বগুড়ার কাহালু উপজেলার উত্তরা গ্রামের সেলিম হোসেন (২৫), ধুনট উপজেলার বিলচাতরি গ্রামের আবদুল খালেক (৩৮), শিবগঞ্জ উপজেলার দুদাহার গ্রামের আলম হোসেন (৩৫), শেরপুর উপজেলার উদগ্রামের লুৎফর রহমান (৩০), ছোট ফুলবাড়ি গ্রামের রুবেল হোসেন (৩৩), মাগুরা গ্রামের ওবায়দুর রহমান (৩০), দশমাইল গ্রামের সেলিম রেজা (৩৮), কুড়িগ্রামের উলিপুর উপজেলার মৌজা মধুপুর গ্রামের নজরুল ইসলাম (২৭) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামের রাহুল আলী (২৭)।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, আটককৃতরা একটি ট্রাকে (ঢাকা মেট্রো জ-১২-০১২৯) করে দুটি মহিষ নিয়ে যাচ্ছিল। টহল পুলিশ ট্রাকের গতিরোধ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে। এ কারণে ডাকাত সন্দেহে তাদের আটক করা হয়। ওই ট্রাক থেকে একটি করে হাতুড়ি, ছুরি ও কাস্তে উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। মহিষ দুটি কোথায় পাওয়া গেছে, সে ব্যাপারে তারা কোনো তথ্য দিচ্ছে না। তাই তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার