নন্দিত কথা সাহিত্যক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে জামালপুরে হুমায়ূন উৎসব পালিত হয়েছে।
জামালপুর হুমায়ূন উৎসব উদযাপন পরিষদের আয়োজনে রবিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা বের করা হয়। আনন্দ পদযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা গিয়ে শেষ হয়।
এর আগে র্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন হুমায়ূন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মোহতাসিম হাদী রাফী, হিশাম আল মাহান্নাভ, তারিকুল ফেরদৌস, ফজলে রাব্বাী সৌরভ, সাবরিনা তাবাসসুম ভাষা প্রমুখ।
এছাড়াও দিনব্যাপী কেক কাটা, আলোচনা সভা, বই মেলা, চলচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।