নাটক ‘এও সম্ভব!। নাট্য সমিতি’র মঞ্চে দিনাজপুর তথা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নট, নাট্যকার ও পরিচালক শিবপ্রসাদ করের জীবনভিত্তিক প্রামাণ্য নাটক ‘এও সম্ভব!’-এর সফল মঞ্চস্থ হয়েছে।
শনিবার রাতে নাট্য সমিতির ঝলমলে মঞ্চে মঞ্চস্থ নাটক ‘এও সম্ভব’ দর্শক শ্রোতাকে মুগ্ধ করেছে। মনে রাখার মত একদল নতুন শিল্পী ও কলাকুশলীর অংশগ্রহণে নাটকটি হয়ে ওঠে উপভোগ্য ও প্রাণবন্ত।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে জাতীয় নাট্যোৎসব নবরূপী প্রযোজিত দিনাজপুর নাট্য সমিতি’র শতবর্ষ উৎসবে উৎসর্গিত এ নাটক ‘এও সম্ভব!’র মঞ্চস্থ গতকাল শনিবার রাতে নাট্য সমিতি গৃহে হয়েছে।
নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন নবরূপীর সাধারণ সম্পাদক শাহজাহান শাহ্। নবরূপীর সভাপতি আব্দুস সামাদ চৌধুরীর নিরলস তত্ত্বাবধানে নাটকটি মঞ্চস্থ হয়।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ