কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মভিটা নেত্রকোনার মোহনগঞ্জ নানার বাড়িতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে রবিবার ৬৮তম জন্মদিন বেশ জাঁকজমকভাবে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মোহনগঞ্জ উপজেলা প্রশাসন, সাধারণ পাঠাগার, মুক্তস্বরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
শহীদ আলী উছমান শিশুপার্ক থেকে বেলা ১২টায় বিভিন্ন ব্যানারে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালিতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে। র্যালি শেষে জন্মভিটা নানারবাড়ি দৌলতপুর শেখ বাড়িতে হূমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন ইউএনও মোজাম্মেল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর ভাটি বাংলার ঐতিহ্যবাহী পিঠা, নাড়ু, বাতাসা খাইয়ে জন্মদিন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এর আগে নতুন প্রজন্মের কাছে লেখকের ইতিহাস তুলে ধরতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক, হুমায়ূন আহমেদের মামা সাবেক পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ, কবি রইস মনরম, নেত্রকোনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলপনা বেগম, মোহনগঞ্জ সাধারন পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ আলী, সাবেক সাধারন সম্পাদক শাহজাহান আলম বিপ্লব প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম সারোয়ার খোকন, সাংবাদিক শফিকুল ইসলাম, জাদুশিল্পী মোস্তাক আহম্মেদ মুন্না, উপজেলা মৎস্য কর্মকর্তা দীলিপ কুমার সাহাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাথীরা।
এছাড়াও মুক্তস্বরের শিল্পীরা হুমায়ূন আহমেকে নিয়ে রচিত কবি রহস মনরমের গান পরিবেশন করেন। অন্যদিকে লেখকের পৈত্রিক বাড়ি জেলার কেন্দুয়া উপজেলার কুবুবপুরেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়েছে।
উল্লেখ্য, কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের শেখ বাড়ির নানার বাড়িতে। তাঁর পৈত্রিক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ