নওগাঁর রানীনগর উপজেলার খাসগর পাকা রাস্তার মোড়ে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে আসলাম আলী (৩৮) নামে এক বখাটে চা দোকানীর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুর দেড়টার দিকে রানীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের সামনে পুলিশ বখাটে আসলাম আলীকে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব এই রায় দেন।
আসলাম আলী খাসগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
রানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওই স্কুল ছাত্রী সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়ি থেকে আকনা গ্রামে প্রাইভেট পড়তে যাবার সময় বখাটে আসলাম তাকে জড়িয়ে ধরে ইভটিজিং করে। এ সময় খবর পেয়ে পুলিশ এলাকাবাসির সহায়তায় তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করে।
সাজাপ্রাপ্ত আসলামকে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।