বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল আউয়াল তালুকদার (৪৫) পশ্চিম সরালীয়া গ্রামের মৃত আজিজ তালুকদারের ছেলে।
স্থানীয়রা জনান, ছোট ভাই অলিয়ার রহমানের ঘরে বিদ্যুৎ লাইনের সমস্যর সমাধান করতে গিয়ে নিজ অসতর্কতায় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন আউয়াল। এ সময় তাকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আউয়াল তালুকদার কৃষি কাজ করে সংসার চালাতেন। তার স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ