সাভারের ইমান্দীপুর এলাকার এক দুবাই প্রবাসীকে মোবাইল ফোনে ম্যাসেজ, ভুয়া আইডি খুলে ফেসবুকে কুরুচিপূর্ণ তথ্য এবং অশ্লীল ছবি ও মন্তব্য করার দায়ে আজ সকালে এক নারীসহ ৩ জনকে আটক করেছে র্যাব। এই ঘটনার ৩ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। আটককৃতরা হলো, নাজমা আক্তার, সাম সরকার, মনির হোসেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার (উপপরির্শদক) এস আই আলী আকবার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মামলার পর ঘটনাস্থলে গিয়ে অপত্তিকর ভিডিও ফুটেজ ও বিভিন্ন ছবিসহ ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/22