নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথকস্থানে অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিন রূপসী, কর্নগোপ ও চনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন দক্ষিণ রূপসী এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী মিনারা বেগম, কর্নগোপ এলাকার মৃত রাঙ্গা মিয়ার ছেলে আব্দুল ওহাব, আব্দুল ওহাবের ছেলে রনি আহম্মেদ ও চনপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে সাদ্দাম হোসেন।
রূপগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনারা বেগম, আব্দুল ওহাব, রনি আহম্মেদ ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। এরপর থেকেই তারা পলাতক ছিলেন। রবিবার বেলা ১১ টার দিকে অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৬/মাহবুব