জেলার হাতীবান্ধায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বিস্কুট ‘পাচারকালে’ অটোরিকশাসহ আটক করেছে স্থানীয় জনতা। রবিবার দুপুরে উপজেলার সানিয়াজান এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীদের অভিযোগ, উপজেলার নিজ শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন্নাহার ছবি পুরাতন কার্টুনের সাথে শিশুদের জন্য বরাদ্দকৃত সরকারি বিস্কুট সুকৌশলে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তবে স্থানীয়দের এমন অভিযোগ অস্বীকার করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার দাবি, অটোরিকশাতে করে এক কার্টুন বিস্কুট সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ফেরত পাঠানো হচ্ছিল।
জানা যায়, রবিবার দুপুরে ওই স্কুল থেকে ফিরছিল একটি অটোরিকশা। এতে সরকারি বিস্কুটের কার্টন দেখে স্থানীয় সানিয়াজান বাজারের লোকজন তা আটক করে। ওই অটোরিকশাতে পুরাতন কার্টুনের পাশাপাশি একটি কার্টুন ভর্তি বিস্কুট পাওয়া গেছে। এতে করে স্থানীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, স্কুলের প্রধান শিক্ষক সুকৌশলে সরকারি বিস্কুট পাচার করছিলেন। তাই এমন ঘটনার সুষ্ঠু তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন এলাকাবাসীরা।
সরকারি বিস্কুটসহ জনতার হাতে আটক অটো-রিকশা চালক আব্দুল মালেক ওই বিস্কুটের কার্টুন প্রধান শিক্ষকের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। তবে প্রধান শিক্ষক সামছুন্নাহার ছবি তা অস্বীকার করে বলেন, ‘আমার স্কুলে এক কার্টুন বিস্কুট বেশি এসেছিল। তাই সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকজনের সাথে কথা বলে তা ফেরৎ পাঠাতে গিয়ে এমনটি হয়েছে বলে তিনি দাবি করেন।’
জানতে চাইলে সানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর সাংবাদিকদের বলেন, এলাকার লোকজন সরকারি বিস্কুট আটকিয়েছে বলে শুনেছি। তা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার বিকেলে হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান মুঠোফোনে বলেন, ‘আমি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি মিটিং-এ উপস্থিত আছি।’ তবে বিস্কুটের বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৬/মাহবুব