রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামে প্রতিবেশী নারীর ধারালো অস্ত্রের আঘাতে খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত খোরশেদ আলম বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে। রবিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী আব্দুল খালেকের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় খোরশেদের। এক পর্যায়ে ওই নারী তাকে হাঁসুয়া দিয়ে কোপ দেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে খোরশেদ আলমের মরদেহ স্বাস্থ্যকেন্দ্রেই রয়েছে বলেও জানান ওসি।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ