প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে বাগেরহাটে অসহায় দুস্থ রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অসহায় দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু, সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল প্রমুখ।
স্ব স্ব ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে বাগেরহাট ও কচুয়া উপজেলার ১৮ জন অসহায় রোগীর চিকিৎসার জন্য ৫ লাখ ৩৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ