সরকার পার্বত্যাঞ্চলের প্রাণী সম্পদ উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি বলেন, পাহাড়ের মানষের আত্মকর্মসংস্থান গড়ে তুলার লক্ষ্যে প্রাণী সম্পদকে কাজে লাগাতে হবে। প্রাণী সম্পদ পারে একটি পরিবারকে স্বাবলম্বী করতে।
শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্রীড আপগ্রেডেশন টু প্রজেনী টেস্ট প্রকল্পের আওতায় খামারীদের প্রশিক্ষন উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এ অঞ্চলে মৎস্য ও প্রাণী সম্পদ সেক্টরে ইতিবাচক পরিবর্তন এসেছে । তাছাড়া পার্বত্যাঞ্চলের পিছিয়ে পরা জাতিগোষ্ঠী ও বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদের বিকল্প নেই। তাই পাহাড়ের প্রাণী সম্পদের সম্ভবনাকে কাজে লাগাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এসময় মৎস্য ও প্রাণী সম্পদ কার্যালয় চট্টগ্রামের উপ-পরিচালক এএইচএম মনোয়ার হোসেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ মোঃ আইনুল হক, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ড. তালুকদার নুরুন্নাহার, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাখাওয়াৎ হোসেন উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের আওতায় রাঙামাটি জেলার খামারীদের মাঝে অধিক উৎপাদনশীল দুগ্ধবতী গাভীর পরিচর্যা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও রেকর্ড সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষনে রাঙামাটি জেলার ৪০ জন দুগ্ধ খামারী অংশ নেন।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৬/হিমেল