বগুড়ার ধুনট উপজেলায় ১০ টাকা চুরির অপবাদ দিয়ে আর্জিনা খাতুন (৩৬) নামে এক নারীকে পাষণ্ড স্বামী রেজাউল করিম (৪৪) পিটিয়ে ও লোহার রড দিয়ে খুঁচিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
এদিন দুপুর ১২টার দিকে স্বামীর বাড়ির পাশে বাঁশ বাগান থেকে আর্জিনার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আর্জিনা খাতুন উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে।
নিহতের রাজু আহম্মেদ (৯) জানায়, শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে বাবার পকেট থেকে ১০ টাকার একটি নোট হারিয়েছে বলে বাবা মাকে (আর্জিনা) মারধর করেন। এরপর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের বাঁশ বাগানে মায়ের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। সকাল থেকে বাবাকে (রেজাউল) খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিহত আর্জিনার বড় ভাই আব্দুর রাজ্জাক বলেন, প্রায় ২০ বছর আগে রেজাউল করিম ও আর্জিনার বিয়ে হয়। এর পর থেকেই কারণে-অকারণে আর্জিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন রেজাউল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। অনেকবার সালিশ-বৈঠকও হয়েছে। এরই জের ধরে আর্জিনাকে পিটিয়ে ও লোহার রড দিয়ে খুঁচিয়ে হত্যা করে মৃতদেহ বাঁশ বাগানে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে রেজাউল।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্তপূর্বক যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ