বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে পাবনায় বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। আজ শনিবার বেলা ১২ টারদিকে শহরের মিছিল করার সময় আটক করা হয় জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক শাহিন শেখ ও সহ-সাংগঠনিক হাফিজ সহ ৭ জনকে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, কোন ধরনের ঘোষনা বা অনুমতি ছাড়া বিএনপির নেতা কর্মীরা শহরে ঝোটিকা মিছিল বরে করে। এ সময় তারা শহরে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের বাধা প্রদান করে। বাধা অমান্য করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৭ জনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনআনুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
ঘটনার বিষয়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলের কর্মীরা মিছিল বের করলে পুলিশ বিনা কারনে বিক্ষভ মিছিলটির উপর লাঠিচার্জ করে। তারা আমাদের শান্তিপুর্ণ মিছিল থেকে ৭ জন নেতা কর্মীকে আটক করেছে। সকল নেতা কর্মীদের পুলিশি নির্যাতন ও হয়রানি বন্ধ করে ছেড়ে দেওয়ার দাবী জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯