বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।
শনিবার সকাল ১১টায় জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে জজ কোর্ট প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে পৌরবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান নোমান, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সামছুদ্দোহা মিঠু, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সামছু তিবরিজ স্বপন, যুবদল নেতা জিএস হারুন, জুয়েল, ছাত্রদল নেতা ফারুক হোসেন নয়ন, আজগর উদ্দিন দুখু, চাষী, মুন্না প্রমুখ।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৭/হিমেল