লক্ষ্মীপুরে মেঘনার মোহনায় শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়া গ্রীণ ওয়াটার - ৫ নামের বরিশালগামী লঞ্চটি ১০ ঘন্টার পর উদ্ধার করা হয়েছে। আজ বিকাল ৩ টার দিকে স্থানীয়দের চেষ্টা ও জোয়ারের পানিতে লঞ্চটি উদ্ধার করা হয়েছে বলে জানালেন দুর্ঘটনাকবলিত লঞ্চটির মালিক।
ভোর ৫টার দিকে স্থানীয় মজু চৌধুরীর হাট থেকে বরিশালগামী শতাধিক যাত্রী নিয়ে যাওয়ার পথে মেঘনার চরে আটকা পড়ে লঞ্চটি। এসময় নদীতে থাকা মাছ ধরার বেশ কয়েকটি ট্রলার এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানান। ঘন কুয়াশার কারণে নদী পথ দেখা না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন লঞ্চটির মাষ্টার (চালক) শাওন মিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার