শনিবার দুপুরে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর পাঁচশত আসন বিশিষ্ট আধুনিক নতুন ভবনের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, "অনেক জেলা আছে শিল্পকলা একাডেমীর মিলনায়তন ব্যবহার করছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ব্যবসায়ী সমিতিসহ অন্যান্য সংগঠন। সংস্কৃতিক চর্চা সেখানে কম হচ্ছে। এ চর্চাকে আমাদের আরো বৃদ্ধি করতে হবে।"
এ সময় তিনি আরও বলেন, "আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা স্কুল যায়, বাসায় আসে, টেলিভিশন দেখে, কম্পিউটার চালায়, খায়দায় ঘুমায়, হিন্দিতে সিরিয়াল দেখে। ঢাকা শহরের অনেক বাচ্চারা আছে যারা হাস-মুরগী, গরু-ছাগল দেখে নাই। বড় হলে তাদের মুরগী কোথায় পাওয়া যায় জিজ্ঞাসা করলে তারা বলবে ফ্রিজে পাওয়া যায়। কারন তারাতো জীবিত মুরগী দেখছে না। এরা বড় হয়ে দেশের জন্য কি করবে। দেশের শিল্প সংস্কৃতির সাথে শিশুদের কোন সম্পর্ক নাই।"
মন্ত্রী বলেন, "মাদারীপুর বাসীদের বলতে চাই আপনাদের ছেলে-মেয়েদের এখানে বেশি বেশি নিয়ে আসেন এবং পড়ালেখার পাশাপাশি সংস্কৃতির চর্চা শেখান। শুধু বই পড়ে বড় মানুষ হওয়া যায় না, পাশাপাশি দেশের শিল্প সংস্কৃতিকেও জানতে হবে। শিল্প সংস্কৃতি সম্পর্কে জানতে হলে শিশুদের শিল্পকলা বা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে নিয়ে আসতে হবে। আমি মনে করি এই শিল্পকলা একাডেমী হবে মাদারীপুর বাসারী সংস্কৃতি চর্চার প্রাণ কেন্দ্র।"
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব আকতারী মমতাজ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়ার মো. খালিদ হোসেন ইয়াদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ.বি.এম বজলুর রহমান খান মন্টু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬