নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকাণ্ডে এক পরিবারের ৫ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় আব্দুল মালেক জানান, উপজেলার দয়ারামপুর ডুমরাই রামপাড়া গ্রামের মৃত ছাইফুদ্দিনের ছেলে জাকারিয়ার বাড়িতে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে জাকারিয়ারসহ তার অপর ৪ ভাইয়ের বসত ঘর, নগদ অর্থ, বাড়ির আসবাবপত্র সব কিছু পুড়ে যায়। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দয়ারামপুর ফায়ার সার্ভিস জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার