ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ ঝাড়গাঁও দেবীডাঙ্গী এলাকার এরশাদ হত্যা মামলায় ন্যায় বিচার ও আসামি কর্তৃক হয়রানি মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এরশাদের স্ত্রী তাসলিমা। আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহত এরশাদের স্ত্রী তাসলিমা লিখিত বক্তব্যে বলেন, ২০১৫ সালের ১ ডিসেম্বর সদর উপজেলার দক্ষিণ ঝাড়গাঁও দেবীডাঙ্গী এলাকার আজিবুল হকের ছেলে এরশাদ জমি জমার বিরোধে পরিকল্পিত ভাবে খুন হয় মশিউর রহমান (২৩), ফকরুল (৪০), হাসান রিউলসহ (৪০) কয়েকজন প্রতিবেশীর হাতে। পরে তাসলিমা বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন রুহিয়া থানায়। অপর দিকে বাদীকে হয়রানির করার জন্য আসামি পক্ষ একটি মিথ্যা মামলা দায়ের করেন। আসামিরা পুলিশকে উৎকোচ দিয়ে মিথ্যা মামলার প্রতিবেদন দাখিল করেছে বলে অভিযোগ করে তাসলিমা। এছাড়া এরশাদ হত্যা মামলার প্রকৃত ৭ জন আসামিদের পুলিশ চার্জশীট থেকে অব্যাহতি প্রদান করেন। আসামিদের মিথ্যা মামলার কারণে বাদিপক্ষ এখন ঘরছাড়া ও হত্যা মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়িত বাদীকে হুমকি প্রদান করছে একটি মহল। তাই এরশাদ হত্যা মামলায় প্রকৃত আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহের আহ্বান জানানো হয় এ সংবাদ সম্মেলনের মাধ্যমে।
বিডি প্রতিদিন/এ মজুমদার