ফুলবাড়ী উপজেলার বচারী নামক স্থানে পুলিশের পরিচয় দিয়ে লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালিয়ে নিয়ে আসার সময় হাবিবুল ইসলাম (৩৫) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে ফুলবাড়ী পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক হাবিবুল ইসলাম পার্বতীপুর উপজেলার মোজাফ্ফর নগর গ্রামের আব্দুল লতিফের ছেলে। এই ঘটনায় ফুলবাড়ী থানার এস আই এশরাকুল বাদী হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদ আলী বলেন, ধৃত ভুয়া পুলিশ হাবিবুল ইসলাম দীর্ঘদিন থেকে পুলিশের পরিচয় দিয়ে কালোবাজারী ব্যবসা করে আসছিল। তাকে আটক করে থানায় নিয়ে এসে তদন্ত করে দেখা যায়, সে কোন পুলিশের সদস্য নয় এবং তার নামে মালামাল পাচারের অভিযোগ রয়েছে। তার কাছে থাকা একটি পুলিশের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার