ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর চকমারি পাড়ায় ডিবি পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৪সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলার গান্না বাজারের বিমল কর্মকারের ছেলে সুভাষ কর্মকার, কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের মজনু সর্দ্দারের ছেলে সাগর হোসেন,একই গ্রামের আসাদুল মন্ডলের ছেলে হাসান মিয়া ও সদর উপজেলার চুটলিয়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে লাইফ হোসেন।
ঝিনাইদহ ডিবির সেকেন্ড অফিসার এসআই মাহবুল করিম জানান, শুক্রবার গভীর রাতে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর চকমারি পাড়ায় জনৈক শাহাজাহানের বাড়ির আশেপাশে কতিপয় যুবক ঘুরাঘুরি করতে দেখা যায়। ওই সময় ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সুভাষ নামের একজন গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে একটি ১ শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার স্বীকাররোক্তি মোতাবেক তার সহযোগি আরো তিনজনকে গ্রেফতার করা হয়। তারা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজি করত বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০