নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, ওই পোশাক কারখানার একটি সেটের মেশিনের সর্ট-সার্কিট থেকে হঠাৎ করে আগুন ধরে যায়। এক পর্যায়ে আগুন জুটের গুডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রমিকদের সহযোগীতায় ডেমড়া ফায়ার সার্ভিসের দুটি, আদমজীর একটি ও কাঞ্চনের একটি ইউনিট আধা ঘন্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে ঝুটের গুডাউনে থাকা মালামাল পুড়ে যায়।
এ ব্যাপারে ডেমড়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, সময় মতো আগুন নেভাতে না পারলে আশপাশের মিলকারখানায় ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারতো।
বিডি প্রতিদিন/এ মজুমদার