আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, রাজনৈতিক কোন্দলের ব্যাপারে সাংগঠনিক ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ শনিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চেক বিতরণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়ার কারণে বিএনপির নেতৃবৃন্দের ভেতর হতাশা সৃষ্টি হওয়ায় তারা প্রলাপ বকছেন।
তিনি বলেন, সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ পদে থেকে দ্বৈত নাগরিকত্ব বাঞ্চনীয় নয়।
মন্ত্রী পরিষদের সিদ্ধান্তকে সমর্থন করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীর সব দেশেই দ্বৈত নাগরিকত্ব আইনের প্রচলন রয়েছে। বাংলাদেশের সন্তান পৃথিবীর অন্যদেশে জন্মগ্রহণ করলে তারা সে দেশের যেমন নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে ঠিক তেমনি বাংলাদেশর সন্তান হিসেবে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে।’
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জেব উন নেসা সবুজসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে হানিফ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উঠান বৈঠকে মিলিত হন।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম