নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুর থেকে জোরপূর্বক মাছ লুট করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগড় এলাকায় ঘটে এ ঘটনা। আহতরা হলেন, মোহাম্মদ হাফেজ (২৫), মতিউর রহমান (২২) ও রাসেল মিয়া (২৬)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার