কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাড়ির ছাদ থেকে পড়ে ফাতেমা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের বেশিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে নির্মাণাধীন বাড়ির ছাদে খেলছিল ফাতেমা। এসময় হঠাৎ সে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে অবস্থা আরও খারাপ হলে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম