বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, '২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের যে কোনো দিন বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।'
আজ শনিবার দুপুরে ভোলা জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে। আর ২০২১ সালের মধ্যে হবে মধ্যম আয়ের দেশ। সেই লক্ষ্য অর্জনে সরকার ব্যাপক কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে।
জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বন ও পরিবেশ উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও সাবেক সচিব এম মোকাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভোলা খালের অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, পুলিশ সুপার মোখতার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, পৌর মেয়র মনিরুজ্জামানসহ জেলার ৭ উপজেলার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম