কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় বাদল মিয়া (৩০) নামে এক যুবকের পায়ের মোজার ভেতর থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই যুবককে আটক করেছে পুলিশ।
আটক বাদল ঢাকার দোহা উপজেলার বাড়েরা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাদলের পায়ের মোজা থেকে ৫শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় বাদলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম