খাগড়াছড়ির আলুটিলার ধাতুচৈত্র্য বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্রমণির ভান্তের দাহ ক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারায় তিন শিক্ষার্থী। এরা সকলেই মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষীর্থী। মং মারমার ছেলে উংচানু মারমা (১৫) ও মঙ্করু মারমার ছেলে অংক্রাচিং মারমা (১৫) দুইজনই এবারের এসএসসি পরীক্ষার্থী।
বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিলেও তাদের আর বাকি পরীক্ষা দেয়া হলো না। ঘাতক ট্রাক তাদের দুইজনের প্রাণ কেড়ে নিল। একই স্কুলের শিক্ষার্থী ববি মারমা (১৩) চট্টগ্রাম নেয়ার পথে মারা গেছে। এ তিনজনের বাড়িই একি গ্রাম মহলাছড়ির চুঙ্গা ছড়ির হেডম্যান পাড়ায়।
শুক্রবারের ঘটনায় নিহত আট জনের মধ্যে ছয় জনই এ গ্রামের। পুরো গ্রাম জুড়ে চলছে এখন শোকের মাতম। গতকাল শনিবার বিকাল ৪টায় মহলাছড়ির চুঙ্গাছড়ি হেডম্যান পাড়ায় নিহতদের দাহ ক্রিয়া সম্পন্ন হয়।
একইভাবে রামগড় নাকাপা ও মাটিরাঙ্গা তবলছড়িতে অপর দুইজনের দাহ ক্রিয়া সম্পন্ন করা হয়।
উল্লেখ্য গত শুক্রবার আলুটিলার ভান্তের দাহ ক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রাকচাপায় আটজন নিহত ও নয়জন গুরুতর আহত হয়।পুলিশ চালক হেলপার সুমনকে (১৭) আটক করতে সক্ষম হয়। জানা যায়, ঘটনার সময় হেলপার সুমন গাড়িটি চালাচ্ছিলেন।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা