সিরাজগঞ্জের শাহাজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদ, খুনিদের গ্রেফতার ও বিচার দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে মাই টিভির জেলা প্রতিনিধি আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সময় টিভির জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়া, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাভেল, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, দেশ টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, আমাদের সময়ের জেলা প্রতিনিধি মো. জহির উদ্দিন, সমকাল জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির, সাংবাদিক নজরুল ইসলাম জয় প্রমুখ।
মানববন্ধন থেকে সংবাদকর্মীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি কামনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবিলম্বে সাংবাদিক হত্যাকারীদের গ্রেফতার করার দাবী জানান। দাবী পূরণ না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়রের ছোঁড়া গুলিতে নিহত হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা