গাজীপুরের ইটাহাটা এলাকায় ট্রাকচাপায় হিমা আক্তার সাহেরা (৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ রবিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর ইটাহাটা এলাকার মুদি ব্যবসায়ী সজল হোসেনের মেয়ে হিমা আক্তার সাহেরা স্থানীয় হাতেখড়ি পাবলিক স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস ছালাম জানান, স্কুল ছুটির পর বাবার সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলো হিমা। ইটাহাটা এলাকায় পৌঁছালে হঠাৎ হিমা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন নিয়ে গেছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম