সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার সাংবাদিক সমাজ।
রবিবার বেলা সাড়ে ১১ টায় মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, সাবেক সভাপতি শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সম্পাদক মুখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক আলপনা বেগম, কোষাধ্যক্ষ একেএম আব্দুল্লাহ, সমকালের জেলা প্রতিনিধি খলিলুর রহমান শেখ ইকবাল, স্থানীয় পত্রিকার সম্পাদক কামাল হোসাইনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।