লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর চরবংশী ইউনিয়নের চর পাগলা গ্রামে শনিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রবাসী আবুল কাশেম মুহুরীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, মুখোশধারী ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।
শনিবার রাত ৩টার দিকে ডাকাতরা ওই বাড়িতে প্রবেশ করে গৃহবধূ সুজিয়া বেগম (৩২), আব্দুল মাঝি (৩৫), ফারুক হোসেন (৩০), শাহ্ আলম মাল (২৮) কে পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে আব্দুল মাঝির অবস্থা আশঙ্কাজনক। তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ১০-১২ জন মুখোশধারী ডাকাত বাড়ির ভেতরে ঢোকে। এ সময় পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, মুখ বেঁধে ব্যাপক মারধর করেন। পরে ডাকাতরা ওয়ারড্রব ও স্টিলের আলমারি ভেঙ্গে প্রায় ১২ ভরি স্বর্ণ, নগদ সাড়ে এক লাখ ৭০ হাজার টাকা ও মোবাইল সেটসহ প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা