সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদ, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবিতে আজ রবিবার রায়পুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা অবিলম্বে শিমুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে দ্রুত দোষীদের গ্রেফতারের আহ্বান জানান।
দৈনিক দিনকালের প্রতিনিধি ও রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম মিন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি নুরুল আমিন দুলাল ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. মোস্তফা কামাল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হারুনুর রশিদ, প্রথম আলো প্রতিনিধি এ.বি.এম রিপন, যুগান্তর প্রতিনিধি তবারক হোসেন আজাদ, ভোরের কাগজ প্রতিনিধি শংকর মজুমদার, ইত্তেফাক প্রতিনিধি এম.আর সুমন, দৈনিক জনতা প্রতিনিধি মিজুনুর রহমান মোল্যা, যায়যায়দিন প্রতিনিধি মুকুল পাটওয়ারী, নয়া দিগন্তের প্রতিনিধি মো. কামাল উদ্দিন, মানবজমিন প্রতিনিধি মো. আব্দুল লতিফ, জনকন্ঠের প্রতিনিধি বাবু প্রদীপ কুমার রায় ও সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা