Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৪৫

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল )প্রতিনিধি:

 সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন

দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঘাটাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে ঘাটাইল প্রেস ক্লাব ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম যৌথ ভাবে এই মানববন্ধন কর্মসুচি পালন করে। 

এছাড়াও এই সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতি নিন্দা জানানো হয় এবং প্রত্যাহারের দাবি জানানো হয়। এই সময় মানববন্ধনে একাত্ততা ঘোষনা করেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ জনপ্রতিনিধি প্রমুখ। 

এই মানববন্ধনে উপস্তিত ছিলেন ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি  অধ্যাপক জয়নুল আবেদিন, প্রতিষ্ঠাতা সদেস্য আতা খন্দকার, সাধারন সম্পাদক আতিকুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল লতিফ, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম, এসএম শহীদ, বিপ্লব সহ উওর টাঙ্গাইলের বিভিন্ন থানা থেকে আগত সাংবাদিকবৃন্দ।


বিডি-প্রতিদিন/ ৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০


আপনার মন্তব্য